• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৬:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০৬:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় মন্ত্রিসভার সদস্যদের শোক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় মন্ত্রিসভার সদস্যদের শোক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মন্ত্রিসভার সদস্যরা। বিকালে আলাদাভাবে পাঠানো একাধিক শোকবার্তায় তারা এই দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারদের জন্য সমবেদনা জানিয়েছেন। এছাড়া আহতদের সুস্থতা কামনা করেছেন।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তাদের স্বাক্ষরিত শোকবার্তা পাঠানো হয়। সোমবার রাত পৌনে ৩টায় শোক ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রাম ও সিলেটের দুটি ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

শোকবার্তা পাঠিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক,  তথ্যমন্ত্রী ড. হাছান মাহামুদ, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌ-পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রমুখ।

এমএএম/ এফসি

আরও পড়ুন