• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৮:০৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০৮:০৭ পিএম

সরকারদলীয় এমপিদের দাবি 

রাঙ্গাকে সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে

রাঙ্গাকে সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে
জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা- ফাইল ছবি

শহীদ নূর হোসেন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্যরা। ক্ষমা না চাইলে তাকে কেউ ক্ষমা করবে না বলেও জানান তারা। অবশ্য এ সময় সংসদের অধিবেশন কক্ষে মশিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন না।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে এ দাবি করেন তিনি।

এ সময় তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নূর হোসেনকে নিয়ে রাঙ্গার কুরুচিপূর্ণ মন্তব্য করার বিষয়টি সংসদে তুলে ধরেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।

এরপর আলোচনায় অংশ নেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, নজিবুল বশর মাইজ ভান্ডারী। সংসদে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জবাবে জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, রাঙ্গার বক্তব্য ব্যক্তিগত- এটা জাতীয় পার্টি ওন করে না।

এইচএস/টিএফ

আরও পড়ুন