• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৯:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০৯:৫৪ পিএম

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ সুরক্ষায় আইন পাস 

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ সুরক্ষায় আইন পাস 
সংগৃহীত ছবি

বিদেশি জাহাজের আধিপত্য কমাতে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ সুরক্ষায় বিল পাস করেছে জাতীয় সংসদ। ‘বাংলাদেশ পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল- ২০১৯’ নামের বিলটি মঙ্গলবার (১২ নভেম্বর) সংসদে পাস হয়। বিলটি পাসের আগে এটি জনমত যাচাইয়ের দাবি উঠলেও তা কন্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলটি পাসের প্রস্তাব করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
 
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সামরিক আমলের আইনকে বাংলায় রূপান্তর করে নতুন আইন করতে ওই বিলটি সংসদে তোলা হয়। গত ১১ সেপ্টেম্বর সংসদে উত্থাপিত ওই বিলে বলা হয়, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে সমুদ্রপথে পরিবাহিত পণ্যের অন্যূন ৫০ শতাংশ পণ্য এ আইনের বিধান সাপেক্ষে বাংলাদেশের পতাকাবাহী জাহাজের মাধ্যমে পরিবাহিত হবে। 

১৯৮২ সালের এ সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী সমুদ্রপথে পরিবাহিত পণ্যের ৪০ শতাংশ পতাকাবাহী জাহাজে পরিবহনের বিধান ছিল। কোনো জাহাজ এ আইনের কোনো বিধান লঙ্ঘন করলে ওই জাহাজ কর্তৃপক্ষকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের জাহাজ মালিকরা যেন আরও বেশি বেশি জাহাজ ক্রয় বা সংগ্রহ করতে আগ্রহী হন সেজন্য নতুন আইনে সুরক্ষা সুবিধা বিদ্যমান অধ্যাদেশের চেয়ে আরও বাড়ানো হয়েছে।

এইচএস/এমএইচবি

আরও পড়ুন