• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ০৯:৪১ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৩, ২০১৯, ০৯:৪১ এএম

ট্রেন দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন

ট্রেন দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে সাতজনের দাফন হয় হবিগঞ্জে।

নিহতের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় ১৫ হাজার টাকা। দাফন সম্পন্ন হয়েছে চাঁদপুরের তিন জনেরও।

মঙ্গলবার সন্ধ্যা নাগাদ নিহত ১৬ জনের মরদেহই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৪ জন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার থেকেই কাজ শুরু করেছে তদন্ত কমিটি। সাময়িক বরখাস্ত করা হয়েছে তূর্ণা নিশীথার দায়িত্বরত তিনজনকে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তূর্ণার চালক সিগন্যাল না মেনে ধাক্কা দেয় উদয়ন এক্সপ্রেসকে।

এসএমএম

আরও পড়ুন