• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ০৮:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৩, ২০১৯, ০৮:৫৫ পিএম

ভারতের প্রধান বিচারপতিকে মোদির শুভেচ্ছা জানানোর খবর মিথ্যা

ভারতের প্রধান বিচারপতিকে মোদির শুভেচ্ছা জানানোর খবর মিথ্যা
নরেন্দ্র মোদি - ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যর বাবরি মসজিদ মামলার রায়ের জন্য দেশটির প্রধান বিচারপতি রঞ্জন গোগোইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানোর খবর আজ বুধবার (১৩ নভেম্বর) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই খবর সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় হাইকমিশনের গোচরে স্থানীয় যোগাযোগমাধ্যমের একটি সংবাদ এসেছে যেখানে দাবি করা হচ্ছে যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন। এই চিঠি সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ। এর উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা। জনপরিসরে ভারত সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুল তথ্য প্রচার করার এই অপচেষ্টা অত্যন্ত গর্হিত ও অনুচিত।

এফসি

আরও পড়ুন