• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৫:১০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৭, ২০১৯, ০৫:১২ পিএম

ব্রাহ্মবাড়িয়ার ট্রেন সংঘর্ষ

আহত ৩১জন দেশের ৫ হাসপাতালে

আহত ৩১জন দেশের ৫ হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেললাইনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহতদের মধ্যে ৩১ জন দেশের ৫টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২, সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ৬, ঢাকার পঙ্গু হাসপাতালে ১৩, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ ও ঢাকা সিএমএইচে ৭ জন রয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক এবং চিকিৎসক আয়শা আক্তার দৈনিক জাগরণকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

১২ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে কসবা উপজেলার মন্দবাগ নামক স্থানে তূর্ণা নিশিথা ও উদয়ন এক্সপ্রেস নামে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। রেল দুর্ঘটনার কারণ উদঘাটনে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে রেলপথ মন্ত্রণালয়। কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আরএম/একেএস

আরও পড়ুন