• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৯:০৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০৯:০৮ পিএম

আলোকচিত্রে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান

আলোকচিত্রে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান
সংবর্ধনা অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ব্যক্তিদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ছবি : পিএমও

সশস্ত্র বাহিনী দিবস

.................................

আজ বহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের সশস্ত্র বাহিনী সর্ব অবস্থায় চেইন অব কমান্ড মেনে ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে দেশ গঠনে তাদের ভূমিকা অব্যাহত রাখবে।’ এর আগে প্রধানমন্ত্রী নতুন করে সম্প্রসারণ ও সংস্কার করা সেনাকুঞ্জের উদ্বোধন করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, মন্ত্রিপরিষদ সদস্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিদেশি কূটনীতিক, বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, সম্পাদক, সিনিয়র সামরিক ও বেসামরিক ব্যক্তি ও তাদের জীবনসঙ্গীরা সংবর্ধনায় যোগ দেন তিনি। আসুন দেখে নেই সংবর্ধনা অনুষ্ঠানের স্মরণীয় কিছু মুর্হূত। ছবি পিএমও ও আইএসপিরআর-এ সৌজন্যে। গ্রন্থনায়-জাগরণ ডেস্ক

এসএমএম

আরও পড়ুন