• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৯, ০২:০৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২, ২০১৯, ০২:১০ পিএম

বিদেশি সিরিয়াল অনুমোদনে তথ্য মন্ত্রণালয়ের ৯ সদস্যের কমিটি

বিদেশি সিরিয়াল অনুমোদনে তথ্য মন্ত্রণালয়ের ৯ সদস্যের কমিটি
একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত বাংলায় ডাবকৃত সিরিয়ালের দৃশ্য

বাংলায় ডাবিং করা বিদেশি টেলিভিশন সিরিয়ালের অনুমোদনের জন্য তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (সম্প্রচার) আহ্বায়ক করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়।

বাংলায় ডাবিং করা যে কোনও টিভি সিরিয়াল বাংলাদেশের কোনও চ্যানেলে চালাতে হলে এই কমিটির অনুমোদন নিতে হবে।

সোমবার (দুপুরে) সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা জানান। এরই মধ্যে প্রজ্ঞাপনও জারি হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের গঠিত এই কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- মহাপরিচালক -বিটিভি, মহাপরিচালক নিমকো, অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ, নাট্য অভিনেত্রী সারা যাকের, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) প্রতিনিধি, ডিরেক্টর্স গিল্ডের প্রতিনিধি, অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধি। কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব (টিভি-২)।

এমএএম/এসএমএম

আরও পড়ুন