• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৯, ০১:১৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৩, ২০১৯, ০৭:৩৮ পিএম

প্রধানমন্ত্রী প্রতিবন্ধী কমপ্লেক্স উদ্বোধন করবেন বৃহস্পতিবার 

প্রধানমন্ত্রী প্রতিবন্ধী কমপ্লেক্স উদ্বোধন করবেন বৃহস্পতিবার 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ফাইল ছবি

প্রধানমন্ত্রী রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে ১৫ তলা বিশিষ্ট জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করবেন বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর)।  

প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নত শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও আবাসিক সুবিধা প্রধানের লক্ষ্যে ১০০ কোটি টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এ সময় প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

মন্ত্রী জানান, শিগগিরই প্রতিবন্ধী অধিদফতর ঘোষণার পাশাপাশি প্রতিবন্ধী উন্নয়ন আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইল জানান, এ জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স সুবর্ণ ভবনে ৩০০ পুরুষ এবং ৩০০ মহিলার জন্য স্থায়ীভাবে ডরমেটরি নির্মাণ করা হয়েছে। যেখানে শুধু থাকাই নয়, উন্নত শিক্ষা-চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি থাকছে নানা প্রশিক্ষণের ব্যবস্থাও।

ভবনটিতে আরো থাকছে- ডিজএ্যাবল কেয়ার ইউনিট, ইপেশেন্ট ডিপার্টমেন্ট, অটিজম রিসোর্স সেন্টার, কারিগরি ও সাধারণ প্রশিক্ষণ কেন্দ্র, স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজমসহ নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা।

এমএমএম/বিএস/টিএফ