• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ০৭:৪২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৭, ২০১৯, ০৭:৪২ পিএম

গজারিয়ায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

আহত তিনজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি

আহত তিনজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি
যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত একটি লঞ্চের ভেতরের দৃশ্য-ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত ১০জনকে প্রথমে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনজনকে পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেয়া হয়েছে। একজনকে ঢামেকে ভর্তি রয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) ভোরে মেঘনা নদীতে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরিয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার সদরঘাট থেকে যাত্রীবাহী বোগদাদিয়া-১৩ লঞ্চটি চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায়। পথে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে পৌঁছালে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের এক পাশে সজোরে ধাক্কা দেয় লঞ্চটি। এ সময় মানিক-৪ লঞ্চটির একপাশ দুমড়ে-মুচড়ে ভেতরে ঢুকে গেলে একজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২০ জন।

লঞ্চ থেকে পানিতে পড়ে নিখোঁজ হন অন্তত ১৫ জন।

আরএম/এসএমএম

আরও পড়ুন