• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৯, ০৩:১২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৩, ২০১৯, ০৩:১২ পিএম

রাজধানীতে অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী হাসু গ্রেফতার

রাজধানীতে অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী হাসু গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর ও শেরে বাংলানগর এলাকার হাসু-কাসু বাহিনীর মূল হোতা শীর্ষ সন্ত্রাসী মো. আবুল হাসেম ওরফে হাসুকে বিদেশি অস্ত্র ও মাদকসহ আটক করেছে র‌্যাব-৪ এর সদস্যরা।  

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর উপ-পরিচালক মেজর রইসুল ইসলাম মনি।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল বৃহস্পতিবার রাতে শেরে বাংলা নগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি এবং ১ হাজার ১২২ পিস ইয়াবাসহ হাসু-কাসু বাহিনীর প্রধান আবুল হাসেম ওরফে হাসু (৩৫) কে আটক করা হয়।

র‍্যাব দাবি করে, ঢাকা শহরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হাসু-কাসু বাহিনী মিরপুর, আগারগাঁও ও শেরে বাংলা নগর সহ আশেপাশের এলাকার এক মূর্তিমান আতঙ্ক। চাঁদাবাজি, ভূমি দখল, অপহরণ ও খুন ছিল তার নিত্যনৈমিত্তিক ব্যাপার। ব্যবসায়ী, শিল্পপতি, ঠিকাদার, এমনকি চাকুরীজীবীদের নিকট হতেও সে নিয়মিত ভাবে নির্দিষ্ট হারে চাঁদা আদায়সহ এলাকায় মাদকের স্বর্গরাজ্যে পরিণত করে।
এছাড়া হাসুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২ টির অধিক মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

এইচ এম/বিএস