• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৯, ০২:৫১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০১৯, ০৩:০১ পিএম

পাটকল শ্রমিকদের দাবি পূরণে সক্রিয় আছি : পাটমন্ত্রী

পাটকল শ্রমিকদের দাবি পূরণে সক্রিয় আছি : পাটমন্ত্রী
বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী -ছবি : জাগরণ

নিজের নিষ্ক্রিয়তা অস্বীকার করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, পাটকল শ্রমিকদের সমস্যা সমাধানে আমি সবসময়ই আন্তরিক ছিলাম, আছি। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে তাদের নতুন বেতন কাঠামো গঠনে আমাদের প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা রেখেছেন। প্রধানমন্ত্রী চান, কোন শ্রমিকদের বকেয়া যেন বকেয়া হয়ে না থাকে। আমরাও সেই লক্ষ্য নিয়ে কাজ করছি।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে শ্রমিকদের সমস্যা সমাধানে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শ্রমিকলীগ সভাপতি ফজলুল হক মন্টুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পাটমন্ত্রী বলেন, এর আগে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উদযাপনে শ্রমিকরা তাদের বকেয়া প্রদানের দাবিতে আন্দোলন করেছিলেন। তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার আন্তরিকতায় বকেয়া পরিশোধ করা হয়। শ্রমিকরা ভালোভাবে ঈদ উদযাপন করেন। 

তিনি বলেন, এখনও তাদের বকেয়া আছে, যা পরিশোধ এবং শ্রমিকদের দাবি নিয়ে আজ বিকালে বিজেএমসির কার্যালয়ে বৈঠক হবে। সেখানে বিষয়টি চূড়ান্ত হবে বলেও জানান পাটমন্ত্রী। 

এমএএম/একেএস

আরও পড়ুন