• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৯, ০৩:১৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০১৯, ০৩:১৫ পিএম

‘পাটকল শ্রমিকদের সমস্যা সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর’

‘পাটকল শ্রমিকদের সমস্যা সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর’
বক্তব্য রাখছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান - ছবি : জাগরণ

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বকেয়া পরিশোধের বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক। কোনো শ্রমিক যেন তাদের পারিশ্রমিক পাওয়া থেকে বঞ্চিত না হন, সেজন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এ জন্যই আজ বিকালে রাজধানীর মতিঝিলে বিজেএমসি কার্যালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে সরকারের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এসব তথ্য জানান।

নতুন বেতন কাঠামো বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। দুদিন আগে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় নিয়ে আন্দোলনরত শ্রমিকদের অনশন ভাঙান শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

এমএএম / এফসি

আরও পড়ুন