• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৯, ০৩:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০১৯, ০৩:৫৬ পিএম

প্লাস্টিক কারখানায় দগ্ধ আরও ৩ জনের মৃত্যু

প্লাস্টিক কারখানায় দগ্ধ আরও ৩ জনের মৃত্যু
ঢামেকে চিকিৎসা নিচ্ছেন অগ্নিদগ্ধরা

কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরো ৩ জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে দুইজন ও শনিবার (১৪ ডিসেম্বর) সকালে একজন মারা যান।

নিহতরা হলেন-আব্দুর রাজ্জাক (৪২), মুত্তাকিন (২৮) ও আবু সাঈদ। তারা তিনজনই শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ ১৪ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন।

অগ্নিকাণ্ডে নিহত বাকি ১৪ জন হলেন- জাহাঙ্গীর, ইমরান, বাবুল, রায়হান, খালেক, সালাউদ্দিন, সুজন, জিনারুল ইসলাম, আলম, জাকির হোসেন, ফয়সাল, মেহেদী, ওমর ফারুক ও আসাদ।

গত ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

এইচ এম/বিএস 
 

আরও পড়ুন