• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০১৯, ০৮:২১ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৯, ২০১৯, ০৮:৩৬ এএম

আজ আনুষ্ঠানিক ঘোষণা

উত্তরে আতিক, দক্ষিণে তাপসের হাতে নৌকার হাল

উত্তরে আতিক, দক্ষিণে তাপসের হাতে নৌকার হাল
বাঁ থেকে- দুই সিটিতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে বর্তমান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামেই আস্থা রাখছে আওয়ামী লীগ। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দলীয় আস্থা অর্জনে ব্যর্থ- বর্তমান মেয়র সাইদ খোকনের পরিবর্তে আরো শক্ত হাতে উঠেছে নৌকার হাল। যেখানে দলের চূড়ান্ত সিদ্ধান্ত অনুসারে মেয়র পদে মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টা নাগাদ উত্তর-দক্ষিণ এ দুই সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বৈঠক বসে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

......................

উত্তর সিটিতে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে ভোট যুদ্ধে লড়বেন বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল আর দক্ষিণে আওয়ামী লীগের ফজলে নূর তাপসের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন

......................

আজ (রোববার, ২৯ ডিসেম্বর) পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুসারে, দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

অপরদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের দলীয় প্রার্থী আগেই চূড়ান্ত করেছে বিএনপি। শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। এর আগে মনোনয়ন প্রত্যাশীদের স্বাক্ষাৎকার নেন বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যরা।

যার প্রেক্ষিতে বলা যায়, আসন্ন নির্বাচনে ঢাকা মহানগর উত্তর সিটিতে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে ভোট যুদ্ধে লড়বেন বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল। আর দক্ষিণে আওয়ামী লীগের ফজলে নূর তাপসের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন সদ্য প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার পুত্র, বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।

এর আগে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে উত্তর ও দক্ষিণে ২০ জন মেয়র পদপ্রত্যাশি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮ জন এবং উত্তর সিটিতে ১২ জন মেয়র পদপ্রার্থী ছিলেন। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে শনিবার বিকেল ৫টায় মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের কার্যক্রম শেষ হয়।

শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে মনোনয়ন প্রত্যাশীরা ফরম জমা দেন।

এসকে
 

আরও পড়ুন