• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২০, ১১:১৫ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২, ২০২০, ০১:০৯ পিএম

দক্ষিণে সবাই বৈধ

আতিক ও তাবিথের মনোনয়ন বৈধ, জিএম কামরুলের প্রার্থিতা বাতিল

আতিক ও তাবিথের মনোনয়ন বৈধ, জিএম কামরুলের প্রার্থিতা বাতিল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ। তবে নির্বাচনি এলাকার ভোটার না হওয়ায় জাতীয় পার্টির প্রার্থী জিএম কামরুল ইসলামের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এই তথ্য জানান।

ঘোষিত প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক।

ঢাকা উত্তরের নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছিলেন মোট ৭ জন। তাদের মধ্যে একজনের প্রার্থিতা বাতিল ঘোষণা করায় মোট প্রাথী থাকলেন ৬ জন।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং বিএনপির প্রার্থী ইশরাক হোসেনসহ সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ গোপীবাগের মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন।

এফসি/টিএফ