• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ০৩:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৫, ২০২০, ০৩:৫৩ পিএম

পূজার দিন বিবেচনায় ভোটের তারিখ পেছানো উচিত : ইশরাক

পূজার দিন বিবেচনায় ভোটের তারিখ পেছানো উচিত : ইশরাক
গণসংযোগ করছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন-ছবি : জাগরণ

সরস্বতী পূজার কারণে সিটি নির্বাচনের ভোটের তারিখ পেছানো উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। 

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ শুরু হয়ে ধানমন্ডি-১৫, জিগাতলা কাঁচাবাজার ও হাজারীবাগ এলাকা তিনি গণসংযোগ করেন।

গণসংযোগকালে ইশরাক বলেন, আমাদের ঈদের দিনে যদি ভোটগ্রহণ হতো তাহলে আমরাও ভোট পেছানোর দাবি করতাম। তাই আমি মনে করি ভোটের তারিখ পেছানো উচিত।

অনিয়ম দেখার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে। প্রচারণার এ ক’দিনে তাদের সঙ্গে দেখা করেছেন এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, আমি একবারও তাদের সঙ্গে দেখা করিনি। তবে আমাদের নির্বাচনি ক্যাম্প থেকে তাদের কাছে প্রতিনিয়ত অভিযোগ যাচ্ছে। তাদের কাছ থেকে আমরা খুব বেশি কিছু আশাও করি না। এখন পর্যন্ত আমি তাদের মাঠেও দেখি নাই।

টিএস/এসএমএম

আরও পড়ুন