• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০, ০৯:০৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২০, ০৯:০৪ পিএম

মুজিববর্ষে বিনামূল্যে মিলবে টেলিফোন সংযোগ

মুজিববর্ষে বিনামূল্যে মিলবে টেলিফোন সংযোগ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন, মুজিববর্ষ উপলক্ষে বিটিসিএল বিনা টাকায় নতুন টেলিফোন সংযোগ ও পুন:সংযোগ দিচ্ছে। ২০১৯ সালের ১৬ আগস্ট থেকে টেলিফোনের লাইন রেন্ট বাতিল করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, বিটিসিএলের কল রেট আনলিমিটেড প্রতিমাসে মাত্র ১৫০টাকা করা হয়েছে। অন্য অপারেটরের কল রেট প্রতি মিনিট ৮০ পয়সা থেকে কমিয়ে ৫২ পয়সা করা হয়েছে।

সরকার বিটিসিএলকে আধুনিক ও লাভজনক করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

এইচএস/এসএমএম

আরও পড়ুন