• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ০৬:০৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৩, ২০২০, ০৬:০৭ পিএম

নতুন ১৮ ওয়ার্ড হবে পরিকল্পিত নগর : আতিক 

নতুন ১৮ ওয়ার্ড হবে পরিকল্পিত নগর : আতিক 
গণসংযোগকালে বক্তব্য রাখেন ডিএনসিসি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ● জাগরণ

গ ণ সং যো গ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, নতুন ১৮টি ওয়ার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি ৪ হাজার ২২৮ টাকার বাজেট একনেকে রেখেছেন। নগরবিদদের সঙ্গে কথা বলে সেখানে পরিকল্পিত নগর করা হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় গণভবন ইউনিট আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গণসংযোগকালে তিনি এ কথা জানান। 

আতিক আশা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নৌকায় ভোট দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ঢাকাবাসী। সেই সঙ্গে আমাকেও পুনরায় মেয়র নির্বাচিত করবেন।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা যাতে কোনওভাবে রাস্তা আটকিয়ে মিছিল বা পথসভা না করি। ভুলে গেলে চলবে না, রাস্তা আটকে গেলে একটা অ্যাম্বুলেন্স আটকে যেতে পারে, সেখানে আমার-আপনার মা, বোন, ভাই থাকতে পারে। 

পোস্টারে পলিথিন বা প্লাস্টিকের ব্যবহারে পরিবেশ দূষিত হয়। এ ব্যাপারে গণমাধ্যম  দৃষ্টি আকর্ষণ করলে আতিকুল ইসলাম বলেন, ডিজিটাল পদ্ধতিতে নির্বাচনি ক্যাম্পেইন করা যায় কিনা এ ব্যাপারে ইসির কাছে অনুরোধ করেছি। যাতে প্রচারে প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার কমিয়ে আনা যায়। 

এএইচএস/এসএমএম

আরও পড়ুন