• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২০, ১০:৩৬ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৪, ২০২০, ১০:৩৭ এএম

সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন

সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন
- ছবি সংগৃহিত

ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আউটার লাইনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় প্রায় ৩০ মিনিট ওই রুটে ট্রেন চলাচল না করলেও ৮টা ৫০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। তবে কেউ হতাহত হননি। ৩০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা (ডিটিও) ওমর ফারুক সাংবাদিকদের বলেন, পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া ঢোকার সময় ৮টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে।

এসকে