• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২০, ০১:১২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৭, ২০২০, ০৩:২২ পিএম

নির্বাচন কমিশনকে কঠোর হতে ওবায়দুল কাদেরের আহ্বান

নির্বাচন কমিশনকে কঠোর হতে ওবায়দুল কাদেরের আহ্বান
ওবায়দুল কাদের ● জাগরণ

নির্বাচন কমিশনকে তার দায়িত্ব পালনে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। 

ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের বর্তমান উৎসবমুখর পরিবেশে অব্যাহত রাখতে নির্বাচন কমিশনকেই উদ্যোগ নিতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন কমিশনের নিয়ন্ত্রণে। যারা পরিবেশ নষ্ট করছেন তাদের বিরুদ্ধে কমিশনই ব্যবস্থা নিতে পারেন।

তিনি বলেন, শেষ সময়ে আমরা কোনও প্রার্থীকে আটক বা হয়রানি করতে নির্দেশ দিচ্ছি না। 

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একজন কমিশনার ভিন্নমত প্রকাশ করতেই পারেন। তবে নির্বাচন কমিশনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এটা কোন আজগুবি উদ্ভট কথা? এমন কথা কোন গণতান্ত্রিক দেশে তো নয়ই, আধা গণতান্ত্রিক দেশেও শোনা যায় না।

এমএএম/একেএস