• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২০, ১১:৪৮ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২০, ১১:৪৮ এএম

শাহজালালে ৪ কেজি স্বর্ণসহ বিমানের ক্লিনার আটক

শাহজালালে ৪ কেজি স্বর্ণসহ বিমানের ক্লিনার আটক
শাহজালাল বিমানবন্দর

শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে চার কেজি ওজনের স্বর্নের বার উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় জনাথন মুক্তি বারিকদার (৩৪)নামে বিমানের এক ক্লিনারকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ অভিযান চালানো হয়।   

আটক ক্লিনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন।
 
আলমগীর হোসেন জানান, ক্লিনারকে সকাল ৯টা ২০ মিনিটে আটক করা হয়। সে বোর্ডিং ব্রিজের ৭ নম্বরে কাজ করছিল। তখন তার কাছে কোনো আইডি কার্ড ছিল না। এমনকি এপিবিএন দায়িত্ব পালনের সময় তাকে চেকি করতে চাইলে তিনি সেটা করতে দেননি। পরে তাকে এপিবিএন’র সদর দফতরে এনে সব সংস্থার উপস্থিতিকে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় জুতার ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় স্বর্নের ৪ কেজি বার পাওয়া যায়। আটক বারগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

আলমগীর হোসেন আরও জানান, ২০১৪ সালে জনাথন মুক্তি বিমানের ক্লিনার হিসেবে যোগদান বরে। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় চোরাচালানের বিশেষ আইনে মামলা দায়ের করা হবে।

এইচ এম/বিএস