• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২০, ০২:৩১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২০, ০২:৩৩ পিএম

ফুলে ফুলে ছেয়ে গেছে স্মৃতির মিনার

ফুলে ফুলে ছেয়ে গেছে স্মৃতির মিনার
ফুলে ফুলে ভরে গেছে স্মৃতির মিনার

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় শহীদ মিনারেও একুশের প্রথম প্রহর থেকে ফুল দেয়ার পালা শুরু হয়। শহীদ মিনারে ফুল দেয়া ছাড়াও বিভিন্ন সংগঠন আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক এবং সেই সঙ্গে অধিকার অর্জনের এই দিনটি স্মরণ করছে। ভাষাশহীদদের স্মরণে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধাঞ্জলির দৃশ্য ধারণ ক্যামেরাবন্দি করেছেন নিজস্ব আলোকচিত্রী কাশেম হারুন

এসএমএম