• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৩:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৩:৫০ পিএম

প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার পরামর্শ আইইডিসিআরের

প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার পরামর্শ আইইডিসিআরের
আইইডিসিআর ভবন ● ফাইল ছবি

কোভিড-১৯ (করোনাভাইরাস) পরিস্থিতির মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া যে কোনও দেশে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বতর্মান পরিস্থিতিতে চীনের পর দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

তিনি আরও জানান, সিঙ্গাপুরে আক্রান্ত ৫ জন ও আবুধাবিতে আক্রান্ত ১ বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাদের পরিস্থিতি অবনতি হয়েছে এমন কোনও আপডেট নেই আইইডিসিআরের কাছে।

ভাইরাস প্রতিরোধে ডাক্তারসহ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া, কোয়ারেন্টাইনের ব্যবস্থাসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

ভাইরাসে এ পর্যন্ত চীনে প্রাণ হারিয়েছে দুই হাজারেরও বেশি মানুষ। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ছাড়িয়েছে। চীনের বাইরে ২৬টি দেশে ১ হাজার ৪০০ জন আক্রান্ত হয়েছে।

এসএমএম