• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৮:০৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৮:০৫ পিএম

কোভিড-১৯ নিয়ে মার্কিন অভিযোগ অস্বীকার রাশিয়ার

কোভিড-১৯ নিয়ে মার্কিন অভিযোগ অস্বীকার রাশিয়ার

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোভিড-১৯ (করোনাভাইরাস) ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়ার বেশ কিছু অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস যুক্তরাষ্ট্রের সৃষ্টি। এই ভাইরাস বিশ্বব্যাপী তারাই ছড়িয়েছে।

ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামে এ নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে বলেও দাবি যুক্তরাষ্ট্রের।

এসব প্রচারণায় বলা হয়, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে ভাইরাস ছড়িয়েছে যুক্তরাষ্ট্র।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ অস্বীকার করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে পাল্টা ‘গুজব’ বলে আখ্যা দিয়েছে।

এসএমএম