• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৫:২০ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৫:৫৩ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশে পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে : কাদের

প্রধানমন্ত্রীর নির্দেশে পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে : কাদের
ওবায়দুল কাদের ● ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শামীমা নূর পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সেতুভবনে এক অনুষ্ঠান তিনি জানান, অপকর্ম করলে নিজ দলীয় কর্মীদেরও ছাড় দেয় না সরকার।

বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো এমন দৃষ্টান্ত দেখাতে পারেনি বলে মন্তব্য তার।

ওবায়দুল কাদের বলেন, আমরা একটি বড় দল। এই দলে ভালো, খারাপ সবই আছে। সব আমরা ভালো লোক, এই দাবি আমি করি না। তবে খারাপ লোকদের চিহ্নিত করে, খারাপকে তার অপকর্মের জন্য শাস্তি দেয়ার বিধান এই দলে আছে।

পাপিয়াকে নিয়ে বিএনপির বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিএনপি অভিযোগ আনবেই, অভিযোগ আনা বিএনপির স্বভাব। অভিযোগ আনা ছাড়া বিএনপির আর কোনও রাজনীতি নেই।

রাজনীতির মাঠ থেকে সোশ্যাল মিডিয়া, সবখানেই এখন পাপিয়া ঝড়। প্রশ্ন অনেক। কিন্তু মিলছে না জবাব। বিলাসবহুল হোটেল থেকে তাকে গ্রেফতার করা র‍্যাবের কাছেও নেই সব উত্তর।

এরই মধ্যে তিন মামলায় তাকে ১৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

অনৈতিক কর্মকাণ্ডের বিস্তর অভিযোগ। চাঁদাবাজি, দেহব্যবসা, জমির দালালি, অর্থপাচার ও ব্ল্যাক মেইলিং।

বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউকে গ্রেফতারের পর বেরিয়ে আসছে তার একের পর এক অপকর্ম।

এইএইচএস/এসএমএম