• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১০, ২০২০, ০৪:০৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১০, ২০২০, ০৪:০৫ পিএম

যারা লজ্জা পেত, তারাও এখন ‘জয় বাংলা’ স্লোগান দেবেন : তথ্যমন্ত্রী 

যারা লজ্জা পেত, তারাও এখন ‘জয় বাংলা’ স্লোগান দেবেন : তথ্যমন্ত্রী 
সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ - ছবি : জাগরণ

বিএনপিসহ কোনো গণমাধ্যমকে করোনাভাইরাস নিয়ে আতংক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপি কখনোই সাধারণ মানুষের রাজনীতি করেনি। তাদের রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য ও মুক্তি নিয়ে। 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, করোনা নিয়ে বাংলাদেশে এখনও আতংকিত হওয়ার মতো কিছু ঘটেনি। স্কুল-কলেজ বন্ধ ঘোষণার মতো পরিস্থিতিও সৃষ্টি হয়নি। 

'জয় বাংলা' স্লোগান নিয়ে আজ হাইকোর্টের দেয়া রায়ের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, হাইকোর্টের এই রায়ের ফলে এখন বিএনপিসহ যারা একসময় জয় বাংলা স্লোগান দিতে লজ্জা পেতেন, তারা সকলেই এখন জয় বাংলার স্লোগান দেবেন।

এমএএম / এফসি