• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৩, ২০২০, ০১:২০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৩, ২০২০, ০১:২০ পিএম

কোভিড-১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে ৫০০ সদস্যের কমিটি গঠন

প্রধানমন্ত্রীর নির্দেশে ৫০০ সদস্যের কমিটি গঠন
ওবায়দুল কাদের ● টিভি থেকে নেয়া

করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৫০০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

২৫ মার্চ (বুধবার) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ বিষয়ে দিক- নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৩ মার্চ) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের জানান, করোনা আমাদের অভিন্ন শত্রু, দোষারোপ ও গুজব না করে সম্মিলিত করোনা মোকাবলোয় বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাস, সংসদ অধিবেশন ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করেছে। দলীয় কর্মসূচীও বাতিল করা হয়েছে।

তিনি বলেন, জনসমাগম না হয় এমনভাবে প্রচারণা চালাতে হবে করোনার বিরুদ্ধে। এজন্য সহায়তা করতে হবে স্থানীয় প্রশাসনকে। খাদ্য সঙ্কট সৃষ্টি ও গুজবের বিরুদ্ধে অবস্থানের নির্দেশনাও দেন তিনি।

এসএমএম