• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৩, ২০২০, ০৩:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৩, ২০২০, ০৩:৪৭ পিএম

এনএফএস-এর উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

এনএফএস-এর উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে এনএফএস ● জাগরণ

প্রাণঘাতি মহামারি করোনাভাইরাস নিয়ে তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।

গত কয়েক দিন ধরে রাজধানী বিভিন্ন স্থানে সংগঠনের বন্ধু ও তরুণদের মাঝে এগুলো বিতরণ করে সংগঠনের সদস্যরা। এ সময় ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হুসাইন, মহাসচিব ইমরান হোসাইন, সাবেক সহ-সভাপতি আশিকুল ইসলাম আশিক, শেখ নাসির, যুগ্মসচিব রাশেদ আল মামুন, সদস্য সাদিক ভিস্তি, সোহেলসহ অন্যানরা উপস্থিত ছিলেন।

করোনা প্রতিরোধক বিতরণের সময় সভাপতি রাহাত হুসাইন বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপক আকারে ধারণ করার আগেই আমাদের তরুণদের সচেতন হতে হবে। বিভিন্ন স্থানে আড্ডা বন্ধ করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বিনা প্রয়োজনে বাসা থেকে বের না হওয়াই ভালো। সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে।

তিনি বলেন, করোনাভাইরাস সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে। আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। করোনাভাইরাসের বিষয়ে সচেতনতা বাড়াতে অনলাইন ক্যাম্পেইন করতে হবে।

এএইচএস/এসএমএম