• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৪, ২০২০, ০৯:১৫ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৪, ২০২০, ০৯:১৫ এএম

করোনা প্রতিরোধে জীবাণুনাশক অভিযান 

করোনা প্রতিরোধে জীবাণুনাশক অভিযান 
রেড ক্রিসেন্ট ও বিদ্যানন্দের জীবাণুনাশক প্রয়োগের কর্মসূচীর একটি দৃশ্য- দৈনিক জাগরণ

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। পর্যায়ক্রমে বাংলাদেশেও হানা দিয়েছে করোনা। 

সোমাবার (২৩ মার্চ) পর্যন্ত সরকারী হিসেব মতে বাংলাদেশে তিনজনের মৃত্যু ঘটেছে। কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছে প্রায় আড়াই হাজার মানুষ। এ বৈশ্বিক সমস্যায় সরকারের প্রচেষ্টার পাশাপাশি এগিয়ে এসেছে রেড ক্রিসেন্ট ও বিদ্যানন্দ নামক মানবিক সংগঠন। 

এদিন রাত ১০টার দিকে এ দুই সংগঠনের ২০ জনের একটি দল করোনা সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক ওষুধ প্রয়োগের অভিযান শুরু করে। এ সময় স্বেচ্ছাসেবীরা ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বিবদ্যালয়সহ রাজধানীর প্রধান কয়েকটি হাসপাতালে অভিযান পরিচালনা করে। তারা হাসপাতালের করিডোর, কিচেন, ওয়ার্ড, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের কক্ষগুলোতে ওষুধ ছিটিয়ে জীবানুমুক্ত করে।

এ কর্মসূচীর কো-অর্ডিনেটর এবং পরিচালক ভলেন্টিয়ার ইমাম জাফর শিকদার বলেন, আমাদের টিম করোনা ভাইরাসের জীবাণু ধ্বংসে কাজ করছে। তাছাড়া মানুষকে সচেতন হতে তাগিদ দেয়া হচ্ছে। এটা মানবিক কাজ। 

তিনি বলেন, শুধু ঢাকা মেডিকেল নয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলসহ আরো বেশ কয়েকটি সরকারী বেসরকারী হাসপাতালে এ অভিযান চলানো হবে।

এইচএম।এসকে