• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ০৯:০৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২০, ০৯:০৭ পিএম

‘বাংলাদেশকে হাসপাতাল নির্মাণে সহায়তা দিতে প্রস্তুত চীন’

‘বাংলাদেশকে হাসপাতাল নির্মাণে সহায়তা দিতে প্রস্তুত চীন’
চীনা রাষ্ট্রদূত লি জিমিং ● ফাইল ছবি

জরুরি পরিস্থিতিতে বাংলাদেশকে হাসপাতাল নির্মাণে সহায়তাসহ সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত চীন। একইসাথে ভিডিও কনফারেন্সে পরামর্শ দিতেও প্রস্তুত চীনা বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের জন্য চীনের দেয়া করোনা শনাক্তকরণ কিট ও পিপিই গ্রহণকালে গণমাধ্যমের কাছে এমন তথ্য দেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

লি জিমিং বলেন, আপাতত চীন থেকে কোনও বিশেষজ্ঞ অথবা চিকিৎসক ও নার্সিং দল বাংলাদশে আসবেন না। তবে জরুরি পরিস্থিতিকে যে কোনও সহায়তা দিতে চীন প্রস্তুত রয়েছে।

এ সময় চীনা রাষ্ট্রদূত এখন পর্যন্ত করোনা পরিস্থিতিতে সরকারের নেয়া সবধরনের প্রস্ততিতে সন্তষ্ট বলেও জানান।

করোনাভাইরাসের চিকিৎসায় ১০ হাজার করোনা শনাক্তকরণ কিট, চিকিৎসকদের সুরক্ষার জন্য ১০ হাজার বিশেষ পোশাক এবং তাপমাত্রা নির্ণয়ের জন্য ১ হাজার থার্মোমিটার হস্তান্তর করে চীন।

এসএমএম