• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৭, ২০২০, ০৪:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৭, ২০২০, ০৪:৪৯ পিএম

কোভিড-১৯

‘নির্দেশনা মানলে ইউরোপীয়ানদের মতো পরিস্থিতি হবে না’

‘নির্দেশনা মানলে ইউরোপীয়ানদের মতো পরিস্থিতি হবে না’
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে সেনাবাহিনী ● সংগৃহীত

করোনাভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশনা মানলে বাংলাদেশের পরিস্থিতি ইউরোপী দেশগুলো মতো হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র আয়োজিত জীবাণুনাশক স্প্রে কার্যক্রম কর্মসূচিতে অংশ নেয়ার পর গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

দেশের প্রতিটি নাগরিককে বাড়িতে অবস্থান করে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং ব্যক্তিগতভাবে পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি যেখানেই থাকুন না কেন, সেখান থেকেই করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করুন। বাড়িতে অবস্থান করুন, পরিচ্ছন্ন থাকুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।

এ সময় জরুরি কাজে বাইরে যাওয়ার প্রয়োজন হলে তিনি মাস্ক এবং হ্যান্ড গ্লোভস পরার আহ্বান জানান তিনি।

সব বেসরকারি সংগঠন, এনজিওকে তাদের পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সেল থেকে আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি।

তিনি বলেন, আইন-শৃ্ঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। চুরি, ডাকাতি হবে না।

এসএমএম