• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৮, ২০২০, ০৩:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৮, ২০২০, ০৩:৪৩ পিএম

কোভিড মোকাবেলায় বাংলাদেশকে এডিবির ৩ লাখ ডলার সহায়তা

কোভিড মোকাবেলায় বাংলাদেশকে এডিবির ৩ লাখ ডলার সহায়তা

কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ সরকারকে ৩ লাখ ডলারের জরুরি সহায়তা প্রদানের অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

শনিবার (২৮ মার্চ) এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ‘এ অনুদানের টাকা দিয়ে বিভিন্ন চিকিৎসা সামগ্রী যেমন- সুরক্ষার জন্য যন্ত্রপাতি, এন৯৫ মাস্ক, সুরক্ষা চশমা, অ্যাপ্রোন, থার্মোমিটার ও বায়োহ্যাজার্ড ব্যাগ সংগ্রহ করা হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ তালিকাটি স্বাস্থ্য অধিদফতর,বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অগ্রাধিকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এসব সামগ্রী করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।’

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে সহায়তা করার জন্য এডিবি প্রতিশ্রুতিবদ্ধ এবং জটিল এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সহায়তা পরিকল্পনার প্রথম পদক্ষেপ এটি।

তিনি বলেন, এ সহায়তা করোনাভাইরাস শনাক্তকরণ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানোসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

মনমোহন প্রকাশ আরও বলেন, স্বাস্থ্য ও আর্থিক খাতগুলোতে আরও সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আমরা অক্লান্ত পরিশ্রম করছি। ইউএনবি।

এসএমএম