• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৮, ২০২০, ০৪:২১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৮, ২০২০, ০৪:২১ পিএম

আকিজ গ্রুপের বিশেষ হাসপাতাল তৈ‌রিতে জনতার বাধা

আকিজ গ্রুপের বিশেষ হাসপাতাল তৈ‌রিতে জনতার বাধা
চলছে অস্থায়ী হাসপাতাল নির্মাণ কাজ ● সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চ‌লে আকিজ গ্রু‌পের প্রতিষ্ঠা‌নে উত্তে‌জিত জনতা হামলা করেছেন।

শনিবার (২৮ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ক‌রোনা আক্রান্ত‌দের চি‌কিৎসার জন‌্য হাসপাতাল তৈ‌রি কর‌ছে আকিজ। এ জন্যই এলাকার লোকজন এসে বাধা দেয়া শুরু করেছে।

রাজধানীর তেজগাঁওয়ে অস্থায়ী এ হাসপাতালটি তৈরি করছে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন। তিনি নিজ উদ্যোগে তেজগাঁওয়ে দুই বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো করে করোনা চিকিৎসার জন্য একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করছেন।

জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণ শেষ হবে। সেই সঙ্গে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানো হবে। এরপর বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হবে।

বশির উদ্দিনকে এ কাজে সহায়তা দিচ্ছেন দু’জন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক।

শুক্রবার (২৭ মার্চ) এ বিষয়ে জানতে চাইলে শেখ বশির উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, হাসপাতাল নির্মাণে কাজ করছি। খুবই ব্যস্ত সময় পার করছি। দেশের এ ক্রান্তিকালে কথা বলার চেয়ে কাজ করা বেশি উত্তম। তাই আগে কাজটা শেষ করতে চাই। সবার সহযোগিতা চাই। সময়টিভি।

এসএমএম