• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৯, ২০২০, ০৮:১০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৯, ২০২০, ০৮:১০ পিএম

কোভিড-১৯ এর লক্ষণ নিয়ে দেশে ৫ জনের মৃত্যু

কোভিড-১৯ এর লক্ষণ নিয়ে দেশে ৫ জনের মৃত্যু

কোভিড-১৯ এর লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে ৫ জন মারা গেছেন। এর মধ্যে বরিশালে  ২ জন, পটুয়াখালীতে ১, নওগাঁয় ১ এবং মানিকগঞ্জে ১ নারীর মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা জানান, সবার মধ্যে করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ ছিল।

৭ দিন আগে থেকেই জ্বর, কাশি ও শ্বাসকষ্টে  ভুগছিলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বড়ইতলা গ্রামের সুচিত্রা সরকার। এরমধ্যেই শুরু হয় পাতলা পায়খানা। পরে তাকে নেয়া হয় জেলার মুন্নু মেডিকেল কলেজে। সেখানেই মারা যান তিনি।

স্থানীয় প্রশাসন ও চিকিৎসকরা জানান, মৃত সুচিত্রার মধ্যে করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ ছিল।

নওগাঁর রানীনগরের অঙ্কারদীঘি গ্রামে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

ওই তরুণের পরিবার জানায়, শনিবার (২৮ মার্চ) ঢাকা থেকে বাড়ি যান তিনি। কিন্তু ওই তরুণের জ্বর ও শ্বাসকষ্ট শুনে গ্রামে ঢুকতে দেয়া হয়নি।

বরিশাল মেডিকেলে করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। পটুয়াখালী থেকে গত বুধবার জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন তিনি। এছাড়া গলা ব্যাথা ও শ্বাসকষ্টজনিত কারণে আরও এক নারী মারা গেছেন।

পটুয়াখালীতে একজনের মৃত্যুর খবর মিলেছে।

ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ৫ জনকে করোনা সন্দেহে রংপুর মেডিকেলের আইসোলেশনে রাখা হয়েছে। নাটোরের বাগাতিপাড়ায় করোনা সন্দেহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

নোয়াখালীর সূবর্ণচরে করোনা সন্দেহে কয়েকটি বাড়ির বাসিন্দাদের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন।

এসএমএম