• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩০, ২০২০, ০১:০০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩০, ২০২০, ০১:০০ পিএম

নিউ ইয়র্কে ২৪ ঘণ্টায় ৮ বাংলাদেশির মৃত্যু

নিউ ইয়র্কে ২৪ ঘণ্টায় ৮ বাংলাদেশির মৃত্যু

কোভিড-১৯ এ গত ২৪ ঘণ্টায় নিউ ইয়র্কে ৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে  নিউ ইয়র্কে ২১ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দেশটিতে সর্বমোট ২৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে ২৮ মার্চ (শনিবার) মৃত্যু হয়েছে কায়কোবাদ, শফিকুর রহমান মজুমদার, আজিজুর রহমান, মির্জা হুদা, বিজিত কুমার সাহা, মোহাম্মদ শিপন হোসাইন, জায়েদ আলম ও মুতাব্বির চৌধুরী ইসমত।

মিশিগান অঙ্গরাজ্যের ড্রেটয়েট সিটি ও নিউ জার্সির প্যাটারসনে দুই বাংলাদেশি নারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তাদের দু’জনের বাড়ি সিলেটে বলে জানা গেছে।

একদিনে করোনাভাইরাসে এত প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

যুক্তরাষ্ট্রের সর্বত্র করোনার ভয়াল থাবায় জর্জরিত। সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউ ইয়র্কে। কেউই বাদ যাচ্ছে না কোভিডের হাত থেকে। কারাগারগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। রোববারও ৫ বাংলাদেশিসহ আড়াই শতাধিক মৃত্যু হয়েছে। এ অবস্থায় ঘরবন্দি মানুষ। সময়টিভি।

এসএমএম