• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২, ২০২০, ০৮:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২, ২০২০, ০৮:৪৬ পিএম

লাইনে দাঁড়িয়ে সঙ্কোচবোধ করলে অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ বিতরণ

লাইনে দাঁড়িয়ে সঙ্কোচবোধ করলে অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ বিতরণ

নিম্ন আয়ের মানুষসহ যারা লাইনে দাড়িয়ে ত্রাণ নিতে সঙ্কোচবোধ করেন তাদের অগ্রাধিকার তালিকা তৈরি করে ত্রাণ বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে করোনাভাইরাসের কারণে যে সব কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে খাদ্য সমস্যায় আছে অথবা যারা দৈনিক আয়ের ভিত্তিতে সংসার চালায় তাদের তালিকা প্রস্তুত করে ত্রাণ বিতরণের নির্দেশনা দেয়া হলো।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘যারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে সঙ্কোচবোধ করেন তাদের আলাদা তালিকা তৈরি করে বাসা/বাড়িতে খাদ্য সহায়তা প্রদান করার নির্দেশনা দেয়া হলো।’’

এসএমএম