• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০, ০৫:১৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০২০, ০৫:১৮ পিএম

সারা দেশে কৃষি উৎপাদন ও বিপণন অব্যাহত রাখার নির্দেশনা

সারা দেশে কৃষি উৎপাদন ও বিপণন অব্যাহত রাখার নির্দেশনা

করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে হাওর এলাকায় ধানকাটাসহ সারা দেশে কৃষি উৎপাদন ও বিপণন অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানান হয়, করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশ মতে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। বসতবাড়ির আঙিনাসহ পতিত জমিতে শাকসবজি, ফলমূল ও অন্যান্য ফসলের চাষ করতে হবে।

হাওর এলাকায় বোরো ধান কাটতে শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান হয়। এ সময় করোনা ঝুঁকি মোকাবেলায় কৃষি সম্প্রসারণ অধিদফরের কর্মকর্তাসহ শ্রমিকের স্বাস্থা সুরক্ষায় সরকারের নির্দেশ পালনের নির্দেশ দেয়া হয়।

জরুরি পণ্য বিবেচনায় সার, বালাইনাশক, বীজ, সেচযন্ত্রসহ সকল কৃষিযন্ত্র ক্রয়-বিক্রয় অব্যাহত থাকবে। এছাড়া আমদানিক করা কৃষিপণ্য এবং উপকরণ বন্দরে খালাস অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএমএম