• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২০, ১১:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১১, ২০২০, ১১:৫০ পিএম

মাজেদের লাশ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেয়ার দাবি এমপি শাওনের

মাজেদের লাশ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেয়ার দাবি এমপি শাওনের
সংসদ সদস্য আলী আজম মুকুলের নেতৃত্বে বোরহানউদ্দিন বাজারে প্রতিবাদ জানায় কয়েশ মানুষ ● ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকরের পর তার লাশ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেয়ার দাবি জানিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। 

শনিবার (১১ এপ্রিল) লালমোহনে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বিশ্ব যখন করোনায় স্থবির হয়ে পড়েছে, তখনি খুনি কুলাঙ্গার মাজেদকে গ্রেফতার বাঙালির হৃদয়ে স্বস্তি এনেছে। খুনি মাজেদের লাশ ভোলাবাসী গ্রহণ করবে না। মাজেদের লাশ প্রয়োজনে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে।

তিনি বলেন, বহিষ্কৃত ক্যাপ্টেন মাজেদ জাতীর পিতাকে সপরিবারে হত্যা করেছে। সে জাতীয় চার নেতাকে হত্যারও নেতৃত্বে দিয়েছিল।জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তার গ্রেফতারের খবরটি একটি সুসংবাদ। 

এসএমএম

আরও পড়ুন