• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২০, ১২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৭, ২০২০, ১২:১৫ পিএম

করোনাভাইরাস: সারাবিশ্বে আক্রান্ত ২১ লাখ ৮২ হাজার

করোনাভাইরাস: সারাবিশ্বে আক্রান্ত ২১ লাখ ৮২ হাজার
ছবি- সংগৃহিত

সারাবিশ্বে আক্রান্ত ২১ লাখ ৮২ হাজার জাগরণ ডেস্ক সারাবিশ্বে করোনাভাইরাসে ২১ লাখ, ৮২ হাজার, ১৯৭ জন আক্রান্ত হয়েছেন, যার ৮০ ভাগই ইউরোপ-আমেরিকায় বলছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি।

বিশ্বব্যাপী করোনায় মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৫২১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৪৭ হাজার, ২৯৫ জন। যুক্তরাষ্ট্রে গতকালও মৃত্যু-২ হাজার ১৭৪, আক্রান্ত ২৯ হাজার ৫৬৭। দেশটিতে মোট আক্রান্ত ৬ লাখ ৭৭ হাজার ৫৭০। মোট মৃত্যু- ৩৪ হাজার ৬১৭। ইতালি, স্পেনে মৃত্যুর হার কিছুটা কমে এসেছে। স্পেনে গতকাল মারা গেছে ৫০৩। ইটালিতে ৫২৩ জন। তবে যুক্তরাজ্যে মৃত্যুর হার কমছে না। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৬১ জন। দেশটিতে লকডাউন বাড়িয়েছে আরো ৩ সপ্তাহ। পররাষ্ট্রসচিব ডোমিনক রাব এ ঘোষণা দেন।

জন হপকিন্স ইউনিভার্সিটি বলছে, এখনও ইউরোপ-আমেরিকার দেশগুলোতো দাপট চালাচ্ছে করোনাভাইরাস। শুধু যুক্তরাষ্ট্রেই আছেন আক্রান্তের প্রায় ৩১ শতাংশ। করোনা বাড়তে শুরু করেছে দক্ষিণ এশিয়ায়ও।

জেডএইচ/এসকে

আরও পড়ুন