• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২০, ১১:০৮ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২০, ১১:০৮ এএম

পুরান ঢাকায় এক পরিবারেই করোনায় আক্রান্ত ১৭ জন

পুরান ঢাকায় এক পরিবারেই করোনায় আক্রান্ত ১৭ জন

রাজাধানীর পুরান ঢাকায় চকবাজারের এক পরিবারের ১৭ জন সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এই পরিবারটি যে ভবনে থাকেন সেই ভবন ও তার আশপাশের ভবন লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মওদুত হাওলাদার বলেন, যৌথ পরিবারটির দুই সদস্য এর আগেই কোভিড-১৯ পজিটিভ, অর্থাৎ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। পরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার পর ওই পরিবারেরই আরও ১৫ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
ওসি জানান, ওই যৌথ পরিবারের বাসভবনসহ আশপাশের কয়েকটি ভবন লকডাউন করা হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাব সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা শহরে। ঢাকা শহরের মধ্যে আবার পুরান ঢাকা এলাকাতেই এই ভাইরাসের সংক্রমণের পরিমাণ বেশি।

জেডএইচ/এসকে