• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২০, ০৪:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২০, ০৪:৪৫ পিএম

সেই দাতা ভিক্ষুকের ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী

সেই দাতা ভিক্ষুকের ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী
ভিক্ষুক নাজিম উদ্দীন ● সংগৃহীত

নিজের সঞ্চিত সব টাকা কোভিডদুর্গতদের জন্য তহবিলে দান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজর কেড়েছেন ভিক্ষুক নাজিম উদ্দীন।

নিজের ভাঙা ঘরটি মেরামতের জন্য বহুবছর ধরে টাকা জমিয়েছিলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার এই বাসিন্দা। সেই অর্থই দান করে দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক খুশি হয়েছেন বলে তার দফতর থেকে জানানো হয়েছে।

দাতা ভিক্ষুক নাজিমের জন্য নতুন ঘর তৈরির ব্যবস্থা করা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশে। 

ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ গণমাধ্যমকে জানান, উপজেলার গান্ধীগাঁও গ্রামের ভিক্ষুক নাজিম উদ্দীন (৮০) তার বাড়ি বানানোর জন্য সঞ্চিত সব অর্থ দান করেছেন। এ সংবাদ নজরে আসে প্রধানমন্ত্রীর। পরে তাকে ফোন দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব।

নির্দেশনা পেয়ে রাতেই সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসানকে সঙ্গে নিয়ে নাজিম উদ্দীনের বাড়ি যান রুবেল মাহমুদ।

সেখানে গিয়ে দেখতে পান, ভাঙা ঘর। কথা শুনে ভেতর থেকে কুপি হাতে বেরিয়ে আসেন নাজিম উদ্দীন। পরে বাড়ির কাগজপত্র দেখেন ইউএনও। বাড়ির জমি ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ। তাতেই ঘর তোলার জন্য টাকা জমাচ্ছিলেন বৃদ্ধ নাজিম। 

ইউএনও রুবেল মাহমুদ বলেন, নাজিম সাহেবের ঘর তৈরির বিষয়ে সম্ভাব্য সব তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

তিনি জানান, সামাজিক নিরাপত্তা বেস্টনির আওতায় নাজিম উদ্দীনকে প্রয়োজনীয় সহযোগিতাও করা হবে।  

এসএমএম

আরও পড়ুন