• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২০, ০৪:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৯, ২০২০, ০৪:৩৫ পিএম

শেখ হাসিনা- স্টিফেন লোফভ্যান ফোনালাপ

পোশাকখাতের কোনও অর্ডার বাতিল করবে না সুইডেন

পোশাকখাতের কোনও অর্ডার বাতিল করবে না সুইডেন
শেখ হাসিনা ও স্টিফ্যান লোফভ্যান

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত ‍উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের পোশাক খাতের কোনও অর্ডার বাতিল করবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভ্যান। 

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন সুইডেনের প্রধানমন্ত্রী। প্রায় ১৫ মিনিট টেলিফোনে কথা বলেন দুই নেতা। এ সময় তাকে এই আশ্বাস দেন সুইডিশ প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, করোনা মহামারির এই পরিস্থিতিতে সুইডিশ প্রধানমন্ত্রী, শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন বিশ্বের এই ক্রান্তিকালে সুইডেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কোনও ক্রয়াদেশ বাতিল করবে না।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, শেখ হাসিনাও সুইডেনের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনেই রফতানিমুখি পোশাক শিল্প খোলা হয়েছে। পাশাপাশি করোনার অচলাবস্থা সত্ত্বেও বিশ্বের তৈরি পোশাক শিল্পের চাহিদা পূরণ করবে বাংলাদেশ।

এসএমএম 

আরও পড়ুন