• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০১৮, ০৮:৩৩ এএম

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের জয় হবে : শেখ হাসিনা

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের জয় হবে : শেখ হাসিনা
রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সাইফুল ইসলাম কল্লোল
 
‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের জয় হবে, বাংলার জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবে’। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করে একথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর প্রথম প্রহরেই প্রধানমন্ত্রী তার ভোট দেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। 

জয়ের ব্যাপারে কতটা আশাবাদী সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আই অ্যাম অলওয়েজ কনফিডেন্ট। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমার বিশ্বাস, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শক্তির জয় হবে। স্বাধীনতার পক্ষের জয় হবে। উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার জন্য নৌকা মার্কার ভোট দেবে। আমি জানি বাংলার জনগণ আমাদের বেছে নেবে। নৌকার জয় হবেই হবে।’

নির্বাচনী সহিংসতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কাল সারারাত পরিস্থিতি মনিটর করেছি। কয়েকটি জায়গায় কিছু ঘটনা ঘটেছে। এগুলো খুবই দুঃখজনক। আমাদের চারজনকে হত্যা করেছে। হত্যা করার ধরন একই রকম। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। আমাদের ১০ নেতাকর্মী নিহত হয়েছেন। আমরা সহিংসতা চাই না। শান্তিপূর্ণভাবে জনগণ ভোট দেবে। যাকে খুশি তাকে ভোট দিয়ে জয় যুক্ত করবে।

আমরা যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন করি তাতে যেই ক্ষমতায় আসুক বাংলার উন্নয়ন অব্যাহত থাকবে। আর ধারাবাহিকতা বজায় থাকলে আমরা জাতির পিতার সোনার বাংলা গড়তে পারবো।’

আওয়ামী লীগ নির্বাচনের ফল মানবে কি না-এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কেন মানবে না, অবশ্যই মানবে। জনগণ যে রায় দেবে আমরা তা মাথা পেতে নেবো।’

এ সময় প্রার্থীদের সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমরা সহিংসতা চাই না। শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেবে। তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। যাকে খুশি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি মনে করি নৌকার জয় হবেই হবে।”

প্রসঙ্গত, শেখ হাসিনা ঢাকা-১০ আসনের ভোটার। এই আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ ফজলে নূর তাপস। জানা গেছে, ধানমণ্ডির সুধা সদনের বাসার ঠিকানায় ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ হিসেবে তার ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ। এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি এই কেন্দ্রে ভোট দেন তিনি।

কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে দুই আঙুল তুলে এ সময় বিজয়ের চিহ্ন দেখান শেখ হাসিনা।  

জাহো/ এফসি/আরআই