• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৬, ২০২০, ০৭:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০২০, ০৭:৫৮ পিএম

প্রবাসী সাংবাদিক, কার্টুনিস্ট সহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রবাসী সাংবাদিক, কার্টুনিস্ট সহ ১১ জনের বিরুদ্ধে মামলা

দেশে জনগণের মধ্যে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে  প্রবাসী সাংবাদিক, কার্টুনিস্ট সহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র‌্যাব।

আসামীদের মধ্যে রয়েছেন সুইডেন প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল এবং যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক সাহেদ আলম।

ঢাকায় গ্রেফতার করা হয়েছে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিবিসিকে এই দু’জনের গ্রেফতার কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফেসবুকে করোনাভাইরাস নিয়ে এবং সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে র‍্যাব একটি মামলা করেছে গতরাতে। তার ভিত্তিতেই এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তাদের দু’জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, তথ্য-প্রযুক্তিবিদ ও রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া, মিনহাজ মান্নান, সায়ের জুলকারনাইন, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ, ব্লগার আসিফ মহিউদ্দীনকে আসামি করা হয়েছে।

এসএমএম

আরও পড়ুন