• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৮, ২০২০, ১০:২৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০২০, ১০:২৬ পিএম

প্রধানমন্ত্রীর সই জালিয়াতির মামলায় ৩ জনের ৪ দিনের রিমান্ড

প্রধানমন্ত্রীর সই জালিয়াতির মামলায় ৩ জনের ৪ দিনের রিমান্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই জালিয়াতির অভিযোগে গ্রেফতার তিন জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার এক আদালত। তারা হলেন- তরিকুল ইসলাম, শরিফুল ও নিজাম উদ্দিন।

শুক্রবার (৮ মে) দুপুরে এই তিন জনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তেজগাঁও থানা পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সই জালিয়াতির অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (৭ মে) প্রধানমন্ত্রীর সই জালিয়াতির অভিযোগে তাদের তেজগাঁও এলাকা থেকে গ্রেফতা করে পুলিশ।

পুলিশ জানায়, তারা প্রধানমন্ত্রীর সই জালিয়াতি করে মানুষকে প্রতারিত করতেন। তাদের নামে প্রতারণার অভিযোগ এনে তেজগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।

এসএমএম

আরও পড়ুন