• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০২০, ০৪:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২০, ০৪:৫৩ পিএম

বাড়ি বানানোর টাকা গেল ত্রাণ তহবিলে

বাড়ি বানানোর টাকা গেল ত্রাণ তহবিলে
সংগৃহীত ছবি

খাদ্য অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে অবসরে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের এক ব্যক্তি সরকারি ত্রাণ তহবিলে এক লাখ টাকা তুলে দিয়েছেন। পেনশনের টাকা দিয়ে হজ করার পর রেখে দেয়া বাকিগুলো দিয়ে বাড়ি বানানোর চিন্তা করেছিলেন তিনি। অসহায়দের পাশে দাঁড়ানোর চিন্তা থেকে তিনি সেই টাকা থেকে কিছু ত্রাণ তহবিলে দিলেন। 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দারের কাছে তিনি এই টাকা তুলে দেন।

মোহাম্মদ আবদুর রহমান জানান, খাদ্য অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে ২০১৭ সালে তিনি অবসরে যান। পরে পেনশনের টাকা দিয়ে হজ পালন করে আসেন। কিছু টাকা রেখে দিয়েছিলেন বাড়ি নির্মাণের আশায়। করোনা পরিস্থিতিতে অসহায় ও কর্মহীন মানুষের সহায়তার জন্য তিনি ওই টাকা থেকে সরকারি ফান্ডে সহায়তা করেছেন।

এসএমএম 

আরও পড়ুন