• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৩, ২০২০, ০৩:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২০, ০৩:৫৫ পিএম

বিমানের অব্যবহৃত টিকিটে আগামী ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন

বিমানের অব্যবহৃত টিকিটে আগামী ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন
প্রতীকী ছবি

করোনাভাইরাস ( কোভিড-১৯) এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহৃত টিকিটে যাত্রীরা ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত কোনও প্রকার চার্জ ছাড়াই ভ্রমণ করতে পারবেন অথবা এ সময়ের মধ্যে মূল্য ফেরত নিতে পারবেন।

বুধবার (১৩ মে) বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার ইউএনবিকে জানিয়েছেন, কোনও প্রকার চার্জ ছাড়াই যাত্রীরা এ সুযোগটি নিতে পারবেন।

তিনি আরও বলেন, যদি ইতিমধ্যে কেনা টিকিট দিয়ে যাত্রীরা ভ্রমণ করে না থাকেন তবে তারা চাইলে কেনা টিকিটের টাকা ফেরতও নিতে পারবেন।

এসএমএম

আরও পড়ুন