• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০২০, ০৪:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২০, ০৪:৩৫ পিএম

পটুয়াখালীতে আইনজীবীদের ভার্চুয়াল আদালত বর্জন

পটুয়াখালীতে আইনজীবীদের ভার্চুয়াল আদালত বর্জন

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্যরা ভার্চুয়াল আদালত বর্জন করেছেন।

সমিতির আইনজীবীদের অধিকাংশই তথ্য-প্রযুক্তি ও স্মার্টফোনে পারদর্শী নন।

করোনাভাইরাসের কারণে কম্পিউটারের দোকান বন্ধ থাকা, ইন্টারনেট ও ওয়াইফাই সংযোগ নিয়ে সঙ্কট থাকায় আইনজীবীগণ ভার্চুয়াল আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুল আলম গণমাধ্যমকে বলেন, করেনাভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউন থাকায় বিচার প্রার্থীদের কথা বিবেচেনা করে সরকার ভার্চুয়াল আদালত চালু করলেও আইটি বিষয়ে অধিকাংশ আইনজীবী পারদর্শী না হওয়ায় আমরা এটি বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

বুধবার (১৩ মে) জেলা আইনজীবী সমিতির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

করোনা প্রাদুর্ভাবের কারণে দেশের অন্যান্য দফতরের মতো বিচার বিভাগের কার্যক্রমও বন্ধ থাকার প্রেক্ষিতে সরকারের আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় গত ৯ মে ভার্চুয়াল আদালতের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

এর ফলে, আদালতে সংশ্লিষ্ট বাদি, বিবাদি, আইনজীবীদের শারীরিক উপস্থিতি ছাড়াই শুধুমাত্র ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরি বিচারগুলো সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হয়।

এসএমএম

আরও পড়ুন