• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০২০, ০৮:২৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২০, ০৮:২৬ পিএম

কুড়িগ্রামে প্রথম ভার্চুয়াল শুনানিতে ৫ মামলায় ১০ জনের জামিন

কুড়িগ্রামে প্রথম ভার্চুয়াল শুনানিতে ৫ মামলায় ১০ জনের জামিন
ফাইল ছবি

কুড়িগ্রামে প্রথমবারের মত অনলাইনে ভার্চুয়াল মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে কুড়িগ্রাম আদালতে গঠিত দুটি কোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭টি মামলার শুনানী অনুষ্ঠিত হয়।

এতে ৫টি দণ্ডবিধির মামলায় ১০ জনের জামিন হয়েছে। অপর দ ‘টি নারী ও শিশু নির্যাতন আইনের মামলা গুরুতর অপরাধ বিধায় বিজ্ঞ বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।

কুড়িগ্রাম কোর্ট-১ পরিচালনা করেন বিজ্ঞ বিচারক শেফাত উল্লাহ এবং কোর্ট-২ এ ছিলেন অপর বিজ্ঞ বিচারক সুমন আলী।

অ্যাডভোকেট রুহুল আমিন জানান, মহামান্য হাইকোর্ট থেকে পরিপত্র জারি হওয়ার পর কুড়িগ্রামে ২টি কোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলা পরিচালনার সিদ্ধান্ত হয়। আমি গতকাল মঙ্গলবার নির্ধারিত ইমেইলে ৬টি মামলার শুনানীর আবেদন করি। আমার পাশাপাশি কুড়িগ্রাম জজকোর্টের আরও একজন আইনজীবী একটি শুনানির আবেদন করেন।

বুধবার (১৩ মে) নির্ধারিত সময় সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত জুম অ্যাপসের মাধ্যমে ভিডিও কনফারেন্সে বিজ্ঞ বিচারক শুনানি পরিচালনা করেন। এতে আমার একটি জমিজমা সংক্রান্ত মামলায় ২৯ জন নামীয় এবং অজ্ঞাতদের নামে একটি মামলা রুজু করা হয়।

সেই মামলায় চলতি বছরের ২৩ এপ্রিল অজ্ঞাত সন্দেহে ৩ জনকে পুলিশ গ্রেফতার করে।

করোনা পরিস্থিতির কারণে এতদিন তাদের হাজতবাস করতে হয়েছে। এই ভার্চুয়াল শুনানির ফলে তাদেরসহ অন্য মামলায় আরও ৬ জনকে জামিনে মুক্ত করা হয়েছে। এটি নি:সন্দেহে সরকারের একটি উত্তম উদ্যোগ।

কুড়িগ্রাম জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন জানান, ভার্চুয়াল শুনানীর জন্য ৮টি আবেদন করা হয়েছিল। এরম ধ্যে ৭টির শুনানি অনুষ্ঠিত হয়েছে। ৫টিতে ১০ জনের জামিন মঞ্জুর করা হয়েছে এবং ২টি মামলা গুরুতর বিধায় বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করেছেন।

চলমান করোনা পরিস্থিতির উন্নতি কবে হবে আমরা কেউ জানি না। নিরিহ ব্যক্তি যাতে হাজতবাস করতে না পারে এজন্য এই আদালতের প্রয়োজন রয়েছে। আমরা প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারলে পিছিয়ে পড়ব। এজন্য এরসাথে সকলের এডজাস্ট হওয়া জরুরি।

এসএমএম

আরও পড়ুন